ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী লরা লিঞ্চ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, ডিসেম্বর ২৫, ২০২৩
গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী লরা লিঞ্চ

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ‘ডিক্সি চিক্স’ মিউজিক ব্যান্ডের প্রতিষ্ঠাতা কণ্ঠশিল্পী লরা লিঞ্চ।  শুক্রবার (২২ ডিসেম্বর) টেক্সাসে তার গাড়িতে আরেকটি গাড়ি ধাক্কা দিলে মৃত্যু হয় গায়িকার।

 তার বয়স হয়েছিল ৬৫ বছর। খবর ব্রিটিশ সংবাদমাধ্যমের (বিবিসি)।

বিবিসির প্রতিবেদনে অনুযায়ী টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, টেক্সাসের এল পাসো শহরের কাছে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে মৃত্যু হয় লরা লিঞ্চের।

লরা লিঞ্চ ১৯৯০ সালে রবিন লিন ম্যাসি, মার্টি এরউইন ও অ্যামিলি এরউইনের সঙ্গে ‘ডিক্সি চিক্স’ ব্যান্ড প্রতিষ্ঠা করেন।

১৯৯৩ সালে ব্যান্ড ছাড়ার আগে তিনটি অ্যালবাম রেকর্ড করেছিলেন ওই গায়িকা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।