ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড

‘ওপেনহেইমার’ ও ‘দ্য বিয়ার’র বাজিমাত, খালি হাতে ফিরল ‘বার্বি’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
‘ওপেনহেইমার’ ও ‘দ্য বিয়ার’র বাজিমাত, খালি হাতে ফিরল ‘বার্বি’ 

স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে (এসএজি) বাজিমাত করেছে ‘ওপেনহেইমার’ ও ‘দ্য বিয়ার’। একাধিক বিভাগে পুরস্কার নিজেদের ঝুলিতে ভরেছে সিনেমা দুটি।

তবে খালি হাতে ফিরেছে আরেক আলোচিত সিনেমা ‘বার্বি’।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসের শ্রাইন মিলনায়তনে এসএজি’র ৩০তম আসর বসেছিল। ব্র্যাডলি কুপার, মারগট রবি, এমা স্টোন, স্টার্লিংকে ব্রাউন এবং অন্যান্য হলিউড তারকাদের উপস্থিতিতে জমে ওঠে এই অ্যাওয়ার্ড শো।

২০২৩ সালের সেরা অভিনয়শিল্পীদের পুরস্কার দেওয়া হয় এখানে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে নেটফ্লিক্স। পুরস্কার প্রদান মঞ্চে উপস্থাপকদের ভূমিকায় দেখা গিয়েছে মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথওয়ে, এমিলি ব্লান্ট এবং বিলি আইলিশকে।

সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’। একই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিলিয়ান মারফি। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিলি গ্ল্যাডস্টোন।

ডা’ভাইন জয় র‍্যানডলফ জিতেছেন সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার। ‘দ্য হোল্ড ওভার’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘ওপেনহেইমার’র জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার উঠেছে রবার্ট ডাউনি জুনিয়রের হাতে।

এইচবিও-এর ‘সাকসেশন’ জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। সেরা কমেডি সিরিজ হয়েছে ‘দ্য বিয়ার’। সেরা অ্যাকশন সিরিজ হয়েছে ‘দ্য লাস্ট অব আস’।

ড্রামা সিরিজে ‘দ্য লাস্ট অব আস’র জন্য সেরা অভিনেতা হয়েছেন পেদ্রো প্যাসক্যাল। আর ‘দ্য ক্রাউন’-এ কাজের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এলিজাবেথ ডেবিকির ঘরে।

কমেডি সিরিজে ‘দ্য বিয়ার’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আয়ো অ্যাদিবিরি এবং সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেরেমি অ্যালেন হোয়াইট।

একনজরে দেখে নেওয়া যাক কাদের হাতে উঠল এ বছরের স্ক্রিনস অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড-

সিনেমায় সেরার পুরস্কার

সেরা সিনেমা (মোশন পিকচার)-ওপেনহেইমার
সেরা অভিনেত্রী-লিলি গ্ল্যাডস্টোন (কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন)
সেরা অভিনেতা- কিলিয়ান মারফি (ওপেনহেইমার)
সেরা সহকারী অভিনেত্রী- ডেভাইন জয় ব়্যান্ডলফ (দ্য হোল্ড ওভার)
সেরা সহকারী অভিনেতা-রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহেইমার)
সিনেমায় সেরা অ্যাকশন পারফরম্যান্স - মিশন ইম্পসিবল - ডেড রেকনিং পার্ট ওয়ান

টেলিভিশন সিরিজে সেরার পুরস্কার

সিরিজে সেরা অ্যাকশন পারফরম্যান্স -দ্য লাস্ট অফ আস
মুভি বা লিমিটেড সিরিজে সেরা অভিনেত্রী-আলি ওং (বিফ)
মুভি বা লিমিটেড সিরিজে সেরা অভিনেতা-স্টিভেন ইয়ুন(বিফ)

ড্রামা সিরিজে সেরার পুরস্কার

সেরা পারফরম্যান্স- সাকসেশন
সেরা অভিনেত্রী-এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)
সেরা অভিনেতা-পেড্রো পাসক্যাল (দ্য লাস্ট অফ আস)

কমেডি সিরিজে সেরার পুরস্কার

সেরা পারফরম্যান্স - দ্য বিয়ার
সেরা অভিনেত্রী-আয়ো এদেবিরি (দ্য বিয়ার)
কমেডি সিরিজে সেরা অভিনেতা-জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

বলে রাখা যায়, এসজিকে বলা হয় অস্কারের পূর্ব নির্ধারক। সাধারণত যে শিল্পীরা এসএজি জেতেন, তাদের হাতেই উঠে অস্কার। গিল্ড মেম্বাররাই অ্যাকাডেমি মেম্বার হিসেবে অস্কারে ভোট দেবেন। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোট। ১০ মার্চ বসবে অস্কারের আসর।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।