ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

সালমান খানের হাতঘড়ির দাম ৩১ কোটি টাকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
সালমান খানের হাতঘড়ির দাম ৩১ কোটি টাকা!

বলিউড অভিনেতা সালমান খান এবার আলোচনায় উঠে এলেন হাতঘড়ির জন্য। তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের।

কারণ এ ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে যে কারও!

দ্য ইন্ডিয়ান হোরোলজির বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, সালমানের হাতের ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড পাটেক ফিলিপ। ৮.৬৬ ক্যারেটের ১৩০টি হিরা ব্যবহার করা হয়েছে এতে। ঘড়িটির মূল্য ২৩.৫৪ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ২০ লাখ টাকার বেশি।

পাটেক ফিলিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে সালমানের হাতঘড়িটি পাওয়া যায়। ঘড়ির অন্যান্য তথ্য ঠিক থাকলেও এর মূল্য উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। তবে সালমানের ঘড়িটি নিয়ে জোর চর্চা চলছে সামাজিকমাধ্যমে!

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। এ সিনেমায়ও তার বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ২০২৩ সালের নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায় এটি। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করেন মণীশ শর্মা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।