ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার রংপুরের কৃষক মেতেছে ঈদ আনন্দে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এবার রংপুরের কৃষক মেতেছে ঈদ আনন্দে

টেলিভিশনের ঈদ অনুষ্ঠানের মধ্যে অন্যতম ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রচার হয় অনুষ্ঠানটি।

আসছে ঈদের বিশেষ পর্ব ধারণ করা হয়েছে রংপুরের পীরগঞ্জের চৈত্রাকলে।

গ্রামীণ আবহে কৃষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে কৃষকের ঈদ আনন্দ এবার আরও জমজমাট এর ব্যতিক্রমী ও মজার সব খেলাধূলায়। আর বৈচিত্রপূর্ণ সব গল্পের বুননতো রয়েছেই।

‘এবারে খেলাধূলার অংশটি ধারণের জন্য কেন রংপুরকে বেছে নিলেন?’- এমন প্রশ্নে নির্মাতা শাইখ সিরাজ জানালেন, কৃষি আন্দোলনের ইতিহাসে সমৃদ্ধ রংপুর। যুগ যুগ ধরে এখানকার কৃষক নিজের অধিকারের জন্য হয়েছে সোচ্ছার। কৃষক আন্দোলনের নেতা নূরুলদীন, দেবী চৌধুরানী কিংবা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুরের মাটিতে ফসল ফলিয়ে আজকের কৃষক দূর করেছে মঙ্গা-পিরিত দুর্দিনের স্মৃতি। রংপুরের কৃষি ও কৃষক উঠে এসেছে বাংলার সাহিত্যে, ইতিহাসে। তাই এবার আমরা কৃষকের ঈদ আনন্দে খেলেছি এই অঞ্চলের কৃষকদের সাথে নিয়ে।

জানা গেছে, ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।