ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিগবাজি নয়, এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
ডিগবাজি নয়, এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন জায়েদ খান বিড়ি গানের দৃশ্যে জায়েদ খান

‘ডিগবাজি’ নয় এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান।  

সম্প্রতি একটি গানের মিউজিক ভিডিওতে দেখা গেল এ অভিনেতাকে।

যেখানে তাকে গায়কের কণ্ঠে ঠোঁট মেলাতে দেখা গেছে, ‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার। ’

গানের তালে তালে নাচতেও দেখা গেছে জায়েদকে। এতে ঝলমলে পোশাকে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন ঢালিউডের এ ভাইরাল হিরো।

 এমন অদ্ভুত কথার গান ও জায়েদের নাচ এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকের মতে, ঈদের আনন্দের মধ্যে এ গান ভিন্ন স্বাদ যোগ করল।

ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন স্বাদ দিলেন এ অভিনেতা।

গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ বলেন, সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা। কাজটা করে দারুণ লাগছে। আমার বিশ্বাস, ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে।

চাঁদরাতের দিনই টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় এ গানে কণ্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।