ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখ কন্যার ব্রেকআপ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৪, ২০২৪
শাহরুখ কন্যার ব্রেকআপ!

বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে ঘোষণা দিয়েছেন। যা দেখে নড়েচড়ে বসেছেন সুহানার অনুরাগীরা।

কারণ তিনি লেখেন, ‘একটি খবর আছে, আমার ব্রেকআপ হয়ে গেছে’।

বলিপাড়ায় গুঞ্জন আছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন তিনি। প্রথমে মনে হচ্ছিলো হয়তো অগস্ত্য নন্দার সঙ্গে সম্পর্কের ইতি টানলেন। আসলে তা নয়, সুহানা খান সাবান প্রস্তুতকারক সংস্থা লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন।

এর আগে শাহরুখ খানও লাক্সের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। বলিউডের বড় বড় তারকাদের অনেককেই লাক্সের বিজ্ঞাপনে দেখা গেছে। ওই তালিকায় আছে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা, আনুশকার নাম। এবার যুক্ত হলেন স্টার কিড সুহানা খান।

উল্লেখ্য, কিছুদিন আগে শাহরুখের বিপরীতে একটি বিজ্ঞাপনে দেখা গেছে সুহানা খানকে। ওই বিজ্ঞাপনে পরিচালকের আসনে ছিলেন আরিয়ান খান। বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের। জানা গেছে, সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ নামের একটি সিনেমাতে দেখা যাবে সুহানা খানকে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।