ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৫০ জনের টিমের সঙ্গে হজে যাচ্ছেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ২২, ২০২৪
২৫০ জনের টিমের সঙ্গে হজে যাচ্ছেন অনন্ত জলিল

‘অপারেশন জ্যাকপট’ সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলেন অনন্ত জলিল। এরই ফাঁকে প্রস্তুতি চলে ‘চিতা’ সিনেমার কাজ।

এসবের মধ্যেই গত ৩০ মার্চ রাজধানীর নিউমার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধন করেন অনন্ত।  

তবে সিনেমা ও ব্যবসার সব ব্যস্ততা ঝেড়ে ফেলে আপাতত ঢাকাই সিনেমার আলোচিত এ তারকার উদ্দেশ্য পবিত্র হজ পালন।  

হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন তিনি। একা নন; সঙ্গে যাচ্ছেন আর আড়াই শ’ ব্যক্তি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ২৫০ জনের টিম নিয়ে মক্কার উদ্দেশে রওনা হবেন অনন্ত।  

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই।

অভিনেতা বলেন, ‘আমরা বড় একটা টিম যাচ্ছি হজে। ২৫০ জনের একটা টিম। সঙ্গে অনেক হাজি যাচ্ছেন। জানি না কার দোয়া কবুল হবে! তাই হাজিদের সঙ্গে যাওয়াই ভালো। ’

গত বছর শেষদিকে সপরিবারে ওমরাহ পালন করেন অনন্ত জলিল। সেসময় এক ফেসবুক পোস্টে বর্ষা লিখেছিলেন, ‘আলহামদুল্লিলাহ, অবশেষে আসতে পারলাম। ঘুরে দেখলাম মদিনা। মুগ্ধ হয়ে গেলাম সবকিছু দেখে, সুবহানল্লাহ। সবাই দোয়া করবেন, আমার সন্তানদের জন্য। ’

বাংলাদেশ সময়:১৭০৫ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।