ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

চোখের টিউমার, সুখবর দিলেন তাসরিফ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, জুন ১৬, ২০২৪
চোখের টিউমার, সুখবর দিলেন তাসরিফ খান

জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খানের চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। এই খবরে তার ভক্তদের মন খারাপ হয়ে পড়ে।

তবে এবার সেইসব ভক্তদের সুখবর দিলেন এই গায়ক। একসঙ্গে অযথা দুশ্চিন্তা না করার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ মে) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি আপলোড দেন তাসরিফ খান। এ পোস্টের কমেন্টে ভক্তদের উদ্দেশ্যে তাসরিফ বলেন, শুনুন, চোখের ভেতরের টিউমার খুব বড় কোন রোগ না। ঔষধ খাচ্ছি। ফুলে যাওয়াটা কমে গেলে হয়তো অপারেশন করলে সুস্থ হয়ে যাব। আপনারা অযথা দুশ্চিন্তা যেন না করেন তাই এই ছবিটা আপলোড দিয়েছি। দোয়া করবেন আমার জন্য তাহলেই হবে। ভালোবাসা জানাবেন।

এর আগে শুক্রবার (১৪ মে) তাসরিফ ফেসবুক পোস্ট করে জানান তিনি অসুস্থ। তাসরিফ সেখানে লিখেছিলেন, আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।

কণ্ঠশিল্পী তাসরিফ খান কুঁড়েঘর ব্যান্ডের প্রধান ভোকাল। তার গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত...’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি...’, ‘ময়না রে...’, ‘তাই তো আইলাম সাগরে...’, ‘ব্যাচেলর...’ গানগুলো আলোচনায় আনে তাকে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।