ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

বিনোদন

গীতিকবি ও প্রযোজক সুজনের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
গীতিকবি ও প্রযোজক সুজনের জন্মদিন আজ

গীতিকার ও প্রযোজক এনামুল কবির সুজনের জন্মদিন আজ (বৃহস্পতিবার)। তার প্রযোজিত অনেক নাটক জনপ্রিয় হয়েছে।

সম্প্রতি এনামুল কবির সুজনের প্রযোজিত ‘মেইড ইন চিটাগং’ চলচ্চিত্রটি দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। এই সফলতার ধারাবাহিকতায় তিনি কাজ শুরু করেছেন নতুন সিনেমার।  

নাটক প্রযোজনার পাশাপাশি গান লিখে প্রশংসা কুড়িয়েছিন সুজন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতিমান অনেক শিল্পী। এই তালিকায় আছেন বাংলাদেশের রথীন্দ্রনাথ রায়, সাবিনা ইয়াসমীন, আসিফ আকবর, পার্থ বড়ুয়া, পান্থ কানাই, অনিমেশ রায়, কৃষ্ণকলি, কিশোর দাশ; পশ্চমবঙ্গের কবীর সুমন, নচিকেতা, ইমন চক্রবর্তী প্রমুখ।  

‘দোতারা’ নামের অনলাইন মিউজিক্যাল প্লাটফর্মের কর্ণধার সুজন বর্তমানে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বেসিসের কো-চেয়ারম্যানসহ সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক নানা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।