ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নামার ঘোষণা চমকের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭ এএম, জুলাই ১৮, ২০২৪
আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নামার ঘোষণা চমকের চমক

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে দেশের শিক্ষার্থীরা। তাদের আন্দোলন নিয়ে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও।

সাধারণ জনগণের পাশাপাশি চলমান ইস্যুতে সরব তারকারা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করায় প্রতিবাদও করছেন তারা।

সামাজিক মাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্ট করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। রাস্তায় নেমে তাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বুধবার (১৭ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্ট করে চমক লেখেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কী চলছে, কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সঙ্গে। ’

চমকের পোস্টে একাত্মতা প্রকাশ করেছেন নেটিজেনরা। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্ট বক্সে। অভিনেত্রীর এমন ঘোষণায় সাধুবাদ জানাচ্ছেন অনুরাগীরা।

এদিকে, চলমান আন্দোলনে সহিংসতার ঘটনায় সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা,জুলাই ১৮,২০২৪ 
এনএটি/এসআইএস

বাংলাদেশ সময়: ১১:২৭ এএম, জুলাই ১৮, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।