ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

কবে ফিরছেন সোনম?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
কবে ফিরছেন সোনম?

ছেলে বায়ুর জন্মের পর থেকে আর অভিনয় জগতে দেখা যায়নি বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে। অভিনয় থেকে দূরে থাকলেও কিছু বিজ্ঞাপনচিত্রের শুটিং সেরেছেন তিনি।

কিন্তু এবার এল সুখবর।

সম্প্রতি মুম্বাইতে সাংবাদিকদের সোনম কাপুর জানিয়েছেন, আগামী বছর নতুন কাজ নিয়ে ফিরবেন তিনি।

সোনমের কথায়, বরাবরই নতুনভাবে পর্দায় নিজেকে দেখার জন্য আমি মুখিয়ে থাকি। বায়ুর জন্মের পর এই প্রথমবার ক্যামেরার সামনে আসব ভেবেই খুব ভালো লাগছে।

সোনম আরো বলেন, আগামী বছরের শুরুতেই শুটিং ফ্লোরে ফিরব। কিন্তু এখন নির্মাতাদের সঙ্গে সিনেমা নিয়ে অনেক আলোচনা বাকি, তাই এখনই এই বিষয়ে বেশি কিছু বলতে পারব না।

সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনম কাপুরের। ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ শেষবার দেখা গিয়েছিল সোনমকে।

সোনমের হাতে বর্তমানে রয়েছে অনুজা চৌহানের উপন্যাস অবলম্বনে তৈরি ‘ব্যাটল ফর বিট্টোরা’। এর মধ্যেই নতুন কাজের সুখবর দিলেন সোনম।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।