ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বিনোদন

রাফীর প্রথম সিরিজে নায়ক রুবেল ও পূজা

‍বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, অক্টোবর ৫, ২০২৪
রাফীর প্রথম সিরিজে নায়ক রুবেল ও পূজা

নির্মাতা হিসেবে ঢাকাই ইন্ডাস্ট্রিতে এই সময়ের পরীক্ষিত নাম রায়হান রাফী। সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম নির্মাণেও মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

 তবে প্রথমবার নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব সিরিজ।  

‘ব্ল্যাক মানি’ নামের এই সিরিজে দেখা যাবে একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক রুবেলকে। এর মাধ্যমে ৯০ দশকের মারকুটে এই নায়ক নাম লেখাতে যাচ্ছেন ওয়েব দুনিয়ায়। এতে আরও সঙ্গে থাকছেন পূজা চেরী।

‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই এসব তথ্য জানানো হয়।

ওটিটি প্লাটফর্ম বঙ্গ-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘ব্ল্যাক মানি’। রোববার (০৬ অক্টোবর) থেকে সৈয়দপুরে এর শুটিং শুরু হবে। এতে আরো অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, শিবা শানু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, পাভেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।