ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জমি নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
জমি নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে!

দুই পরিবারের দুই কর্তা আপন ভাই কিন্তু জমি নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে। দুই ভাইয়ের দুই বউ একজন আরেকজনকে সহ্য করতে পারে না।

মূলত তাদের কারণেই দুই পরিবারে অশান্তির শেষ নেই।

একদিন অবস্থা এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, বাড়ির উঠান বরাবর রেখা টেনে আলাদা করে দেওয়া হয়। ঐ রেখা কেউ পার হলেই শুরু হয় তুমুল ঝগড়াঝাটি। এ নিয়ে আবার নানা রকম হাস্যরসের জন্ম দেয়।

এমনই কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ঝগড়াবাড়ি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ রানা অনিক। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।

নির্মাতা জানান, নাটকটি দর্শকদের ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই। বৈশাখী টেলিভিশনে বৃহস্পতিবারের (১০ অক্টোবর) বিশেষ নাটক হিসেবে ‘ঝগড়াবাড়ি’ প্রচার হবে রাত ১০টায়।

দুই পরিবারের গল্প নিয়ে নির্মিত এ নাটক আরও অভিনয় করেছেন নিলা ইসলাম, আবদুল্লাহ রানা, শফিক খান দিলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।