ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্ব মঞ্চে জেসিয়ার পোশাকে ছাত্র আন্দোলনের স্লোগান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
বিশ্ব মঞ্চে জেসিয়ার পোশাকে ছাত্র আন্দোলনের স্লোগান

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল-২০২৪ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের মডেল জেসিয়া ইসলাম। এই মঞ্চে নিজের পোশাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তুলে ধরেছেন তিনি।

গেল জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিকমাধ্যম ব্যবহার করা হয় বিভিন্ন হ্যাশট্যাগ। সেগুলো নিজের পোশাকে তুলে ধরেছেন জেসিয়া।

মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার এক পর্বে হলুদ গাউন পরে মঞ্চে উঠেছিলেন তিনি। তার পোশাকে কালো রঙে লেখা ছিল- অল আইজ অন বাংলাদেশ, স্টুডেন্ট প্রোটেস্ট, ফ্রিডম, কোটা আন্দোলন, মুক্তি, ছাত্র-জনতা, মুক্ত বাংলা, শান্তি, সেভ বাংলাদেশি স্টুডেন্ট, কোটা বাতিল, সমান অধিকার, পিস, ভিক্টোরি, বাংলাদেশি স্টুডেন্ট মুভমেন্ট, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, ইকুয়ালিটিসহ বিভিন্ন হ্যাশট্যাগ।

মঞ্চের সেই মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে জেসিয়া লেখেন ‘আমরা কখনো ভুলব না’।  

এই প্রতিযোগিতায় শীর্ষ ৭০ জনের মধ্যে থাকলেও ফাইনাল রাউন্ডে জায়গা করতে পারেননি জেসিয়া। ২৫ অক্টোবর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মুকুট জিতেছেন ভারতের র‍্যাচেল গুপ্তা।  

এবারই প্রথম কোনো ভারতীয় এই প্রতিযোগিতায় সেরা হলেন। প্রথম রানারআপ হয়েছেন ফিলিপাইনের ক্রিস্টিয়ান জুলিয়ান ওপাইজা। দ্বিতীয় রানারআপ হয়েছেন মিয়ানমারের থা সু নিয়ে।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।