ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

‘কোটার পুলিশ’ বলা সেই ফারজানা আসিফের গানের মডেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, নভেম্বর ১২, ২০২৪
‘কোটার পুলিশ’ বলা সেই ফারজানা আসিফের গানের মডেল আসিফ আকবর, ফারজানা সিঁথি ও শেখ সাদী

দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের একটি মেয়ে প্রশ্ন করছেন, ‘আপনারা কি কোটার পুলিশ?’। কোটা আন্দোলনের সময় এমন একটি ভিডিও ভাইরাল হয়।

এরপর ‘কুইন’, ‘বাঘিনী, ‘আয়রন লেডি’ বিশেষণে বিশেষিত হয়েছিল মেয়েটি। সেই মেয়েটির নাম ফারজানা সিঁথি। তিনি নেতিবাচকভাবেও পরবর্তী সময়ে ভাইরাল হন।

আগস্ট মাসের মাঝামাঝি একটি ঘটনাকে কেন্দ্র করে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। দুঃখও প্রকাশ করেছিলেন তিনি। এবার এই শিক্ষার্থীকে মিউজিক ভিডিওতে দেখা যাবে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহ-মডেল থাকছেন শেখ সাদী।

বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর। গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার,  তুমি আমার এ পৃথিবী,  তুমি ছাড়া আজ সব অচেনা।  

গানের সুর ও সংগীত করেছেন রাজীব ও মোনা। কথা লিখেছেন বুদ্ধাদিত‍্য মুখার্জি ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। গানের রেকর্ডিং হয়েছে আরও পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।

তিনি আরও বলেন, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ। ’

আসিফ আকবর জানান, তার নিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।