ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত রুবেল, দুমড়েমুচড়ে গেছে গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
সড়ক দুর্ঘটনায় আহত রুবেল, দুমড়েমুচড়ে গেছে গাড়ি

মাদারীপুর: মাদারীপুর জেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলকে বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার মুখে পড়ে।  

এসময় গাড়ির চালক ও রুবেলের সহকারী ওমর ফারুক (৪৫) ও কবির হোসেন (৪০) আহত হন।

 

তবে অভিনেতা রুবেল সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় তার ব্যবহৃত গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটি।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। দুইজন আহত হয়েছেন। তবে নায়ক রুবেল সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।