ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

হেমন্তের রাতে আতিফ-তাহসানদের সুরে উন্মাতাল ঢাকার শ্রোতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
হেমন্তের রাতে আতিফ-তাহসানদের সুরে উন্মাতাল ঢাকার শ্রোতা

ছুটির দিনে রাজধানী ঢাকার সড়কে যানবাহন অনেকটাই কম দেখা যায়। কিন্তু শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরের পর থেকেই মহাখালী-বিমানবন্দর সড়কের চিত্র ছিল একেবারেই ভিন্ন।

চরম যানজটে ভোগান্তি দেখা দেয় এ পথের যাত্রীদের। বিপরীতে তরুণ-তরুণী মাঝে বেশ উচ্ছ্বাস দেখা গেছে। কারণ বনানীর আর্মি স্টেডিয়ামে এদিন বসেছিল ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের গানের আসর।

যেখানে গান শুনিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম ও পাকিস্তানের তরুণ গায়ক আব্দুল হান্নান। এছাড়াও দেশের ব্যান্ড দল কাকতাল ও তাহসান খান এই আয়োজনে অংশ নেয়। আর এই আয়োজনের কারণে মহাখালী-বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।  

বিকেল চারটায় শুরুর কথা থাকলেও এদিন কনসার্ট শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। ততক্ষণে দর্শকের দীর্ঘ সারি দেখা গেছে যায় কাকলী বাসস্ট্যান্ড পর্যন্ত।

ট্রিপল টাইম কমিউনিকেশনস আয়োজিত এই কনসার্টে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। আতিফ আসলাম মঞ্চে ওঠার পর সাউন্ডের সংযোগ বিচ্ছিন্ন, টিকিট কেটেও দর্শকের ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর ফটকে হয়রানি, ধারণক্ষমতার বাইরে দর্শকসহ নানা অভিযোগ ওঠে আয়োজক প্রতিষ্ঠান নিয়ে। তবে সবকিছুকে ছাপিয়ে হেমন্তের রাতে শহরে বয়ে গেছে সুরের ঝরনাধারা।  

উন্মুক্ত আকাশ সংস্কৃতির কারণে এদেশের শ্রোতার কাছেও বেশ জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। তার গানের সুরে অনেকেই হয়েছেন মাতোয়ারা। গানের পরিবেশনাতে আনন্দ-উচ্ছ্বাসে ভাসালেন শ্রোতাদের। শিল্পীর কণ্ঠমাধুরীর উষ্ণতায় যেন জেগে উঠেছিল রাজধানী ঢাকার দর্শক-শ্রোতাদের হৃদয়।  

ঘড়ির কাটায় তখন রাত ৮টা ৪৫ মিনিট। মঞ্চে আসেন আতিফ আসলাম। তিনি স্টেজে উঠতেই সাউন্ডের সংযোগে গোলযোগ দেখা দেয়। কিছুটা বিরতির পর সংযোগ ঠিক হলে রাত ৯টায় আবার মঞ্চে আসেন আতিফ। এসময় স্ক্রিনে ভেসে ওঠে একটি ভিডিও চিত্র। কালো হুড়ির সঙ্গে ম্যাচিং কার্গো প্যান্ট পরেছিলেন আতিফ আসলাম, চোখে সানগ্লাস। তার লুকও নজর কেড়েছে দর্শকদের।  

শুরু হয় তার পরিবেশন, তখন পুরো স্টেডিয়াম সমস্বরে গেয়ে ওঠে গায়কের সঙ্গে। একে একে আতিফ গাইলেন ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’, ‘মাস্ত কালান্দার’, ‘আহু আহু’, ‘ম্যায় রং শরবতোঁ কা’, ‘আজ জানে কি জিদ না করো’। গান পরিবেশন করে ছুটির রাতটা যেন নিজের করে নিলেন আতিফ। তার সঙ্গে হাজার দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধ হয়ে নেচে-গেয়ে উপভোগ করেন এ কনসার্ট।  

গান গাওয়ার ফাঁকে বাজিয়েছেন গিটার, দিয়েছেন অটোগ্রাফ, পড়ে দেখেছেন দর্শকদের হাতে থাকা বিভিন্ন প্লে-কার্ড। দর্শকদের অনুরোধে তুলেছেন সেলফি ও ছবি। নিজের হাতের একটি ব্রেসলেটও দর্শকের উপহার দিতে সামনে ছুড়ে মারেন। আর মঞ্চে দাঁড়িয়ে আতিফ বলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা। এই রাতটি সত্যিই ম্যাজিকাল। ’ 

আতিফের আগে সঙ্গীতপ্রেমীদের জন্য বাড়তি আনন্দ যোগ করেন এদেশের সঙ্গীতশিল্পী তাহসান খান। মঞ্চে ওঠেই প্রথম পরিবেশ করেন ২০০২ সালে প্রকাশিত গান  ভরাট কণ্ঠে ধরেন তার জনপ্রিয় গান ‘এখনও’। এরপর শুধুই গানের মূর্ছনা। দ্বিতীয় গানটিও রোমান্টিক ধাঁচের ‘প্রেম তুমি’। এরপর একে একে গাইলেন ‘প্রেমাতাল’, ‘আলো’সহ কয়েকটি গান। তার গানের মাধুর্যে নেচে উন্মাতাল হয়ে দর্শক-শ্রোতারাও তাতে কণ্ঠ মেলায়।

এর আগে গেয়েছেন পাকিস্তানের তরুণ গায়ক আব্দুল হান্নান। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন তিনি। নিজের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান তিনি। এর ফাঁকে জানান, ‘এটা তার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো। ’

হান্নানের আগে বিকেল ৫টায় শুরু হয় ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টটি। শুরুতেই বাংলাদেশের ব্যান্ড কাকতালের পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট। দলটি তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘন্টা, নভেম্বর ৩০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।