ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

মৃত্যুর ছয় বছর পর প্রকাশ হলো আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
মৃত্যুর ছয় বছর পর প্রকাশ হলো আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’

লম্বা বিরতির পর ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে মুক্তি পেলো আইয়ুব বাচ্চুর নতুন গান। এর শিরোনাম ‘ইনবক্স’।

১ ডিসেম্বর এটি উন্মুক্ত হয় অন্তর্জালে। প্রকাশের পর থেকেই মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চারপাশে।

আইয়ুব বাচ্চু না ফেরার দেশে চলে যাওয়ার ছয় বছর পর নতুন গান প্রকাশ হলো।  

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা অগোছালো গান ও শব্দহীন গিটারগুলো সামলে নেন নিজ দায়িত্বে। গড়ে তোলেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। মূলত এই ফাউন্ডেশনের উদ্যোগেই প্রকাশ হলো ‘ইনবক্স’।

চন্দনা জানান, এখন থেকে ধারাবাহিকভাবে আইয়ুব বাচ্চুর রেখে যাওয়া গানগুলো মুক্তি পাবে। যদিও এর জন্য তিনি চেয়েছেন অন্যদের সহযোগিতা।  

তিনি বলেন, বাচ্চুর অনেক গান এখনও অপ্রকাশিত রয়েছে। আমার ইচ্ছা ক্রমশ সবগুলোই প্রকাশ করবো। কিন্তু ভিডিও তৈরি করতে বেশ খরচ। যদি কেউ এগিয়ে আসে, খুব ভালো হয়। তবে কেউ না এলে, আমি একাই গানগুলো প্রকাশ করবো।

এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর ৬ বছর পরেও তাকে নিয়ে শ্রোতাদের উন্মাদনার শেষ নেই। ইউটিউবে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছে গানটি। কমেন্ট বক্স ভরে গেছে প্রিয় গায়কের প্রতি ভালোবাসায়।  

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা করেন। ১৯৭৭ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন ‘সোলস’-এ। ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত।

১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন আইয়ুব বাচ্চু। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।