ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’

দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়া মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘দরদ’। জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮ টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে সিনেমাটি।

দেশটির রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিবেশক প্রতিষ্ঠান জেটিজি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাসেল।

আগামী ডিসেম্বর মাসের ৬ তারিখে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এরপর দিন থেকে দেশটির ১৮ টি হলে দেখা যাবে সিনেমাটি। সিনেমা হলগুলোর মধ্যে রয়েছে- কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি ও বাতু পাহাত।

চলচ্চিত্রটিতে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি সাব টাইটেল। মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা সাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ চালিয়েছি। প্রবাসীরা শাকিব খানকে ভালোবাসে। এজন্যই মালয়েশিয়াতে শাকিবিয়ান ভক্তরা ‘দরদ’ দেখার জন্য হলগুলোতে ফুল হাউজ উপস্থিত থাকবে বলে আশা করছি।

জেটিজি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নীল হাসান রাব্বি জানান, এর আগে আমরা ‘তুফান’ রিলিজ করেছি তখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান ছিল এবং বন্যা পরিস্থিতি খারাপ ছিল। কিন্তু এবার সব কিছু ভালো আছে এবং শাকিব খান নিজেও ৮ ডিসেম্বর মালয়েশিয়াতে আসছে সব কিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা দরদ সিনেমা দলে বলে সিনেমা হলে এসে উপভোগ করবে আশা করছি।

উল্লেখ্য, ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করবেন। সাইকো-থ্রিলার ঘরনার সিনেমাটিতে আরও অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান, কলকাতার জনপ্রিয় তারকা পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।