বলিউডে গুঞ্জন রয়েছে এই সময়ের নায়িকা অনন্যা পান্ডে প্রেম করছেন সাবেক আমেরিকান মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে। এবার অনন্যা জানালেন, আগামী ৫ বছরের মধ্যে তিনি বিয়ে করবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আগামী ৫ বছরের পরিকল্পনা জানিয়েছেন অনন্যা। এই সময়ের মধ্যে তিনি বিয়ে করবেন বলে জানিয়েছেন। আর এ নিয়ে সামাজিকমাধ্যমে সবাই নড়েচড়ে বসেছে। কাকে বিয়ে করবেন অনন্যা? পাত্র কে?
এর আগে এক বিয়ের অনুষ্ঠানে অনন্যা ও ব্ল্যাঙ্কোকে নাচতে দেখা যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। সেখান থেকেই গুঞ্জন শুরু হয়, সাবেক এই আমেরিকান মডেলের সঙ্গে প্রেম করছেন অনন্য। অবশ্য অফিসিয়ালি তারা কোনও কথা বলেননি এ বিষয়ে।
তবে সামাজিকমাধ্যমে একে অপরের পোস্টে তাদের মন্তব্য করতে দেখা যায়। এমনকি একে অপরকে জন্মদিনের শুভেচ্ছাও জানান। এসবই তাদের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
ফোর্সব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যার কাছে জানতে চাওয়া হয়েছিল, তার আগামী ৫ বছরের পরিকল্পনা কী? জবাবে অভিনেত্রী বলেন, আশা করি আমি বিয়ে করে ফেলবো। আমার একটি সুখী, স্থায়ী বাড়ি থাকবে। থাকবে বাচ্চা ও প্রচুর কুকুর।
অনন্যার জন্মদিনে ব্ল্যাঙ্কো ইনস্টাগ্রামে একটি রোম্যান্টিক পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। পোস্টে ব্ল্যাঙ্কো লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সুন্দরী! তুমি খুবই বিশেষ একজন মানুষ। আমি তোমাকে ভালোবাসি অ্যানি। ’ এমনকি ওয়াকার অনন্যার জন্মদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।
এর আগে ফিল্মফেয়ারের সাথে এক সাক্ষাৎকারে লং ডিসট্যান্স রিলেশনশীপ সম্পর্কে কথা বলেন অনন্যা। তিনি বলেন, আমি মনে করি মাঝে মাঝে সম্পর্কে দূরত্ব থাকা স্বাস্থ্যকর। ৪৫ দিন কারও সঙ্গে দেখা না করা যথেষ্ট ভালো একটি বিষয়। আমি মনে করি না এটি খুব খারাপ। বরং দূরত্ব হৃদয়কে আরও কাছের করে তোলে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এনএটি