ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনামূল্যে দেখা যাবে কুসুমের ‘শরতের জবা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
বিনামূল্যে দেখা যাবে কুসুমের ‘শরতের জবা’

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে চলছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত উৎসবের ২৩ তম আসর এবার।

উৎসবের চতুর্থ দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে দর্শক বিনামূল্যে বড়পর্দায় দেখতে পারবেন কুসুম সিকদার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’।

এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে, এরমধ্যে ‘শরতের জবা’ বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখা যাবে। উৎসবে সিনেমার নির্মাতাসহ কলাকুশলীরাও উপস্থিত থাকবেন। তারা অংশ নেবেন সংবাদ সম্মেলনেও।  

একই উৎসবে ‘শরতের জবা’র রয়েছে আরও একটি প্রদর্শনী। উৎসব কর্তৃপক্ষ বলছেন, ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি মিলনায়তনে দর্শক সিনেমাটি বিনামূল্যে দেখতে পারবেন।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

সিনেমাটি পরিচালনা ছাড়াও চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন কুসুম সিকদার। মূল চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া ও শহিদুল আলম সাচ্চু।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।