ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। গেল বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যান তিনি আর সেটি পূরণ করেন একটি ডিগবাজি দিয়ে।
এবার নায়িকার অনুরোধে যুক্তরাষ্ট্রে বরফের মাঝে ডিগবাজি দিলেন জায়েদ খান৷ বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই। একইসঙ্গে ঘটনার সময়কার একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন সামাজিকমাধ্যম ফেসবুকে।
এর ক্যাপশনে জায়েদ খান লেখেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের উপর ডিগবাজী দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজী দিয়ে ফেললো।
জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফে ডিগবাজি দেন জায়েন খান৷ এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। সামনে সাক্ষী হিসেবে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম। মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকাই শোবিজের এই তারকারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।
একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়েদ খানকে। তবে গেল বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন এ অভিনেতা। এরপরও থেমে থাকেননি তিনি৷ সুস্থ হয়ে আবারও ফিরেছেন সিগনেচার স্টাইলে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এনএটি/এএটি