রিয়েলিটি শো রোডিজ’র বিচারকের আসনে রয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। এই শো এর নতুন সিজনের শুটিং সেটেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান অভিনেত্রী।
জানা যায়, শুটিং শেষ হয়ে যাওয়ার পরও কাজ চালিয়ে যাচ্ছিলেন নেহা। তাতেই এই বিপত্তির শুরু। তবে রোডিজ এর জনপ্রিয় এই বিচারকের দাবি, কোনও কিছুই থামাতে পারবে না তাকে।
অভিনেত্রীর কথায়, এটি একটি ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা ছিল, তবে আমি আবারও নিজের পায়ে দাঁড়াতে পারছি। আমি কাজ নিয়ে আগের মতোই অনুপ্রাণিত ও উৎসাহী। রোডিজ সবসময় সীমাবদ্ধতা অতিক্রম করার কথা বলে। আর এই শো তাই আমাকেও প্রতিটি বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে। কোনও কিছুই আমাকে থামাতে পারবে না।
তবে, অভিনেত্রী সকলকে আশ্বস্ত করেছেন যে তিনি সুস্থ আছেন। তিনি এও জানিয়েছেন, রোডিজের একজন গ্যাং লিডার হিসেবে তার যাত্রা চালিয়ে যেতে প্রস্তুত।
বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না নেহা ধুপিয়াকে। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘ব্যাড নিউজ’ সিনেমাতে। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে সিনেমা মনের মতো হলে তবেই তিনি সেখানে অভিনয় করেন।
তবে ‘রোডিজ’ শো টিকে যথেষ্টই গুরুত্ব সহকারে দেখেন নেহা। এই শো-এর জন্য দেশের বিভিন্ন শহর ও গ্রাম থেকে অনেক প্রতিভারা এসেছেন, সেই কারণেই নেহার কাছে এই শোয়ের গুরুত্ব সবচেয়ে বেশি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এনএটি