ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

বিনোদন

শাহরুখ খান আর শাকিব খানের সাক্ষাৎকার নিতে চান দীঘি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
শাহরুখ খান আর শাকিব খানের সাক্ষাৎকার নিতে চান দীঘি

নাটক কিংবা চলচ্চিত্রের চরিত্রে অনেকেই সাংবাদিক বনে যান। তবে এই সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির শুধু পর্দায় নয়, বাস্তবেও জানার ইচ্ছে এ পেশা সম্পর্কে।

আর এ কারণে পড়াশোনার বিষয় হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা করছেন তিনি।  

তার কথায়, ভবিষ্যতে কোনো একদিন বিহাইন্ড দ্য ক্যামেরায় কাজ করবেন এই চিত্রতারকা। কিন্তু সাংবাদিকতা আগে থেকেই ভালো লাগে তার। এটা নিয়ে পড়তেও ভালো লাগে। আর সাংবাদিকতাকে পেশা হিসেবে নিলে সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের।  

এমন ইচ্ছের কথা জানিয়ে এক সাক্ষাৎকারে দীঘি বলেন, শাহরুখ খানের সাক্ষাৎকার নিতে চাইব। কারণ, তার উত্তর শুনতে আমার এত ভালো লাগে! একটা মানুষ এতটা ইন্টেলিজেন্ট কীভাবে হন যে মনে হয়, আমি তাকে কোনোভাবে (প্রশ্ন করে) কিছু করতে পারব না। সব উত্তর প্রস্তুত থাকবে। তার উত্তর শোনার জন্য সাক্ষাৎকার নিতে ইচ্ছা করে।  

দেশের ভেতর কার সাক্ষাৎকার নিতে চান সে কথাও জানিয়েছেন দীঘি। তার কথায়, যদি বাংলাদেশের বলি, তাহলে অবশ্যই শাকিব খান। তার সাক্ষাৎকার নেওয়া অনেক বড় ব্যাপার।

এদিকে, গেল ৮ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রকাশ পেয়েছে দীঘি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় প্রাক্তন’। জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। যেখানে দীঘির বিপরীতে  অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ।  

অন্যদিকে, আসছে ঈদে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘জংলি’। এতে সিয়াম আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী ও দীঘি। ২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হয় সিনেমাটির। ‘জংলি’তে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

প্রসঙ্গত, ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের কাজ এবং ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীঘি।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।