অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে নানা আলোচনা ভক্তদের মাঝে চলতেই থাকে। সামাজিকমাধ্যমে কাজ থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়।
ইতোমধ্যেই নতুন ভাইরাল ভিডিও এসেছে প্রকাশ্যে। যে কারণে কৃতির বিয়ের গুঞ্জন আরও তীব্র হয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা, কৃতিকে তার প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে দেখা গেছে। যিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি এসেছিলেন। কৃতির এই ভিডিওটি সামাজিকমাধ্যমে প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল। নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
ভিডিওটি দেখে অনেকেই বলছেন, নতুন জুটিকে দম্পতি হিসেবে শিগগিরই দেখতে চান। কেউ আবার লেখেন, বিয়ের অপেক্ষায়। কৃতি এবং কবীরকে একসঙ্গে দেখে তাই অনেকের অনুমান, সম্ভবত এই খবর প্রকাশ হওয়ায় তারা শিগগিরই ভক্তদের কিছু সুখবর দেবেন।
তবে, কৃতি বা কবীর কেউই এখন পর্যন্ত এই বিষয়ে কিছু বলেননি। সবাই কৃতি এবং কবীর দুজনের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
প্রসঙ্গত, এর আগেও কৃতি শ্যাননের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা হয়েছে। তবে তখনও এই প্রেমের বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এনএটি