পৈতৃক সম্পত্তি দখল নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী তার প্রয়াত ছোট মামা টিপু সুলতানের স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি ও মোশারফ হোসেন নামের এক স্থানীয় নেতার নামে অভিযোগ করেছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিয়াপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
সেখানে লামিয়া বলেন, অনেক ছোটবেলায় আমার বাবা মারা গেছেন, আমার মা নেই প্রায় নয় বছর। আমার একটা ভাই, সে বিদেশে থাকে। আমি দেশে ফিরে প্রতি সপ্তাহে নারায়ণগঞ্জ যাই, সেখানে একটু ভালো মুহুর্ত কাটাতে যাই। কিন্তু আজকের ঘটনা অনেক পরিকল্পিত, সন্ত্রাসী হামলা। আমাদের শারীরিকভাবে হামলা করতে প্রায় ৪০ থেকে ৫০ জন মানুষ এসেছে। আমার খালামনিরাসহ আমরা কিছু মেয়ে ছিলাম রুমের মধ্যে দরজা বন্ধ করে।
যোগ করে লামিয়া বলেন, আমাদের বের করতে আমার খালামণিকে নিয়ে রুমে তালাবদ্ধ করে রাখে। আমরা বাঁধা দিতে গেলে তারা আমার গায়ে হাত দেয়। ওড়না, জামা টেনে ছিঁড়ে ফেলেছে। যখন সেখান থেকে কোনোরকম বের হওয়ার চেষ্টা করি তখন পায়ে আঘাত করে, গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে। গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে। আমি রেকর্ড করছিলাম বলে ফোন কেড়ে নিয়ে যায়।
সম্পত্তি দখলের চেষ্টায় ছোট মামি প্রীতি এসব করিয়েছেন বলে অভিযোগ তুলেন লামিয়া। তিনি বলেন, আমার মায়ের সম্পত্তি দখল করার চেষ্টা করছে। আমাদের বংশপরম্পরায় পাওয়া সম্পত্তি, তারা এসে খুঁটি বসিয়ে দিচ্ছে। এসব করিয়েছে আমার মামি প্রীতি। আমার মায়ের চার ভাই, তিন বোন। আমার দুই মামা মারা গেছে। নানুর সম্পত্তি চার জনের মধ্যে সমান ভাগ হবে, আমরাও সেটা মেনেই অপেক্ষা করছি। কিন্তু আমার ছোট মামার স্ত্রী প্রীতি এই নেতাদের নিয়ে এসে আমাদের ওপর হামলা চালিয়েছে। একজন নেতার নাম মোশারফ হোসেন। তাদের সঙ্গে আমি অনেকবার ভালো করে কথা বলতে গিয়েছি। আমার পিছনে একটা মবের মত তৈরি করে তারা হামলা চালিয়েছে।
লামিয়া আরও বলেন, আমার মা-বাবা দুজনে অনেক কষ্ট করে এসব সম্পত্তি করেছেন। আমি আমাদের সম্পত্তি দখল করতে পারি না সবসময় আতংকে থাকি, আমাকে মেরে রাখলেও কেউ খোঁজ পাবে না, এটা নিয়ে লড়াই করার মানুষ পাবে না।
এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন কিনা প্রশ্নে লামিয়া বলেন, আমি এখনো থানায় অভিযোগ করিনি, আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেব, তারপর আমার মামি প্রীতি এবং মোশারফ উনার নামে হামলার মামলা করব।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এনএটি