ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

বিনোদন

শুরু হলো ‘মাতৃভাষার চলচ্চিত্র উৎসব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
শুরু হলো ‘মাতৃভাষার চলচ্চিত্র উৎসব’

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হলো ‘মাতৃভাষার চলচ্চিত্র উৎসব ২০২৫’। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে শুরু হয় দুদিনব্যাপী এই উৎসব।

এই আয়োজনের উদ্বোধন করেন পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

উৎসবে থাকছে সর্বমোট ১৫টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে চাকমা, মারমা, ম্রো বম, গারো ভাষায় নির্মিত চলচ্চিত্র। এ চলচ্চিত্রগুলোর মধ্যে দেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে ম্রো ভাষার চলচ্চিত্র ‘ক্লোবং ম্লা’। বাংলায় এর নামকরণ করা হয়েছে ‘গিরিকুসুম’।  

থাকছে খেয়াং ভাষায় দেশে প্রথমবারের মতো নির্মিত চলচ্চিত্র ‘খেতসু’ বা ‘প্রেয়সী’। বম ভাষায় দেশে প্রথমবারের মতো নির্মিত চলচ্চিত্র ‘মুনখাত দুত হেন’ যার বাংলা নাম ‘বন্ধন’ও থাকছে। নতুন এই তিন চলচ্চিত্র প্রযোজনা করেছেন মং উষা থোয়াই এবং পরিচালনা করেছেন প্রদীপ ঘোষ।

বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র গুলোর মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নির্মিত ‘রক্তকরবীর খোঁজে নন্দিনী’। এ চলচ্চিত্রে নন্দিনী চরিত্রে অভিনয় করেছে অবনী মিঠু।  

রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টার গল্প অবলম্বনে নূর আবসার প্রযোজিত ও শাঁওলি মজুমদার পরিচালিত চলচ্চিত্র ‘ঘরে ফেরা’ও থাকছে। আরও থাকছে মৃত্তিকা রাশেদ পরিচালিত ‘কালারস অব হোপ’।  

উৎসবে থাকছে নজমুল মুহাম্মদ পরিচালিত ‘নেকলেস’, এস এম শাফিনুর আলম পরিচালিত ‘আচিক ঐক্য’, রাশেদুল ইসলাম রনি পরিচালিত ‘নো ল্যান্ডস টক’, মোবারক হোসেন পরিচালিত ‘পৈতৃক ভিটা’, ফিদেল দ্রং পরিচালিত ‘ছাতা’ এবং পার্থ ফোলিয়া পরিচালিত ‘আরও কিছু দিন’।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আকাশ, এ বি এম শামসুল হুদা,  দিবালোক সিংহ ও মুশতাক হোসেন । সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার বিশিষ্ট চিকিৎসক এবং চলচ্চিত্র প্রযোজক মং উষা থোয়াই।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ 
এনএটি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।