বিপাকে পড়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। ভারতীয় এই সংগীত তারকা জানান, গেল ১৩ ফেব্রুয়ারি থেকে এক্স অ্যাকাউন্টটি আর তার নিয়ন্ত্রণে নেই।
ইতোমধ্যেই এক্স টিমের সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু বহু চেষ্টা করেও প্রোফাইলটি তিনি পুনরুদ্ধার করতে পারছেন না। এ কারণে অনুরাগীদের সতর্কও করেছেন শ্রেয়া।
ইনস্টাগ্রামে তিনি জানান, আমার টুইটার বা এক্স অ্যাকাউন্ট ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাক হয়ে আছে। এক্স টিমের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমত সব রকম চেষ্টাই করেছি। কিন্তু কিছু অটো জেনারেটেড উত্তর ছাড়া অতিরিক্ত কিছু জানা যায়নি বা আমার তাতে কোনো উপকার হয়নি। এমনকী আমি আমার অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছি না। আমার অ্যাকাউন্টে নিজে লগ ইনও করতে পারছি না।
এমন পরিস্থিতিতে ভক্ত ও অনুরাগীদের সতর্ক করে শ্রেয়া বলেন, আমার সেই অ্যাকাউন্ট থেকে কোনও লিঙ্ক বা কোনও মেসেজ আপনাদের কাছে গেলে বিশ্বাস করবেন না, ভুলেও ক্লিক করবেন না। সেগুলো সবই স্প্যাম এবং প্রতারণামূলক কাজের অংশ হতে পারে। যদি এই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারি তাহলে নিজে আমি একটি ভিডিও করে সবাইকে জানাব।
বর্তমানে ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবে কাজ করছেন শ্রেয়া ঘোষাল। এছাড়াও স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে উপমহাদেশের শ্রোতাপ্রিয় এই গায়িকার।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এনএটি