ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

বিনোদন

ওমরাহ করতে মক্কায় বর্ষা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
ওমরাহ করতে মক্কায় বর্ষা আফিয়া নুসরাত বর্ষা

পবিত্র মাস রমজান মাসে ওমরাহ পালন করতে মক্কা গেছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সৌদি আরব থেকে সময় এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সামাজিকমাধ্যম ফেসবুকেও ওমরাহ পালনের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন বর্ষা। ক্যাপশনে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসব।

বর্ষা জানান, ৬ মার্চ ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় যান তিনি। ওমরাহ পালন শেষে ১৩ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সর্বশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমায় দেখা গেছে বর্ষাকে। মোহাম্মদ ইকবালের পরিচালনায় অ্যাকশনধর্মী এ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেন তিনি।

বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত ও বর্ষা জুটির নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। এতে আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে এই সিনেমায়।  

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।