ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

বিনোদন

‘কৃষ ৪’ পরিচালনা থেকে সরে দাঁড়ালেন রাকেশ রোশন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
‘কৃষ ৪’ পরিচালনা থেকে সরে দাঁড়ালেন রাকেশ রোশন!

কিছুদিন আগেই সিনেমা পরিচালনা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন বলিউডের বর্ষীয়ান নির্মাতা রাকেশ রোশান। নিজের বয়স এবং শারীরিক অসুস্থতার কারণেই তার এমন সিদ্ধান্ত বলে মনে করছে দর্শক।

এবার আরও একটি বড় সিদ্ধান্তের কথা জানালেন এই পরিচালক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঋত্বিক রোশানের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির সিনেমা কৃষ ৪ আমি পরিচালনা করছেন না। তার বদলে এই দায়িত্ব পালন করবেন অন্য কেউ।

কিন্তু পরিচালকের এমন সিদ্ধান্তের কারণ কী? এ প্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক নিজেই। তিনি বলেন, এমন দিন আসছে যখন আমাকে দায়িত্ব ছাড়তেই হবে। এখন সময় এসে গেছে নিজের ব্যাটন অন্য কারোর হাতে তুলে দেওয়ার। সেই কাজটা আমি সজ্ঞানে থাকতে থাকতেই করে যেতে চাই। তবেই কাজটা সম্পর্কে নিশ্চিত হতে পারব।

এই নির্মাতা যোগ করে বলেন, আগামীকাল আমার জ্ঞান না থাকলে কাজটা কীভাবে হচ্ছে তা জানতেও পারব না। তাই সময় থাকতেই নিজের দায়িত্ব হস্তান্তর করে যেতে চাই। তাছাড়া সবচেয়ে বড় কথা এই চান্সটা আমায় নিতেই হবে। কারণ এমন কোনও কথা নেই যে এবার কৃষ ৪ আমি পরিচালনা করলে সেই সিনেমা ব্লকবাস্টার হবে।

অবশ্য নতুন নির্মাতা কে হবেন সে বিষয় খোলসা করেননি রাকেশ। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই কৃষ ৪-এর আনুষ্ঠানিক ঘোষণা হবে। সেখানেই সব জানতে পারবে।

উল্লেখ্য ‘কৃষ ৪’র হাত ধরে আরও একবার সুপারহিরো রূপে পর্দায় ফিরবেন ঋত্বিক। তিনটা সিনেমার পর চতুর্থটিতে আরও বড় আকারে পর্দায় আসবে সে কথা বলাই বাহুল্য।

২০০৩ সালে সায়েন্স ফিকশন ‘কোই মিল গেয়া’র হাত ধরে ঋত্বিককে প্রথমবার সুপারহিরো হিসাবে পর্দায় আনেন বাবা রাকেশ। এরপর ২০০৬-এ কৃষ এবং ২০১৩-এ কৃষ ৩-এর সাফল্য এটিকে সফল ফ্র্যাঞ্চাইজি করে তোলে। এবার আসবে সেই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি।

সূত্রের খবর, সিনেমার চিত্রনাট্যও তৈরি হয়ে গেছে। তবে এই মুহূর্তে ঋত্বিক ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা ‘ওয়ার টু’-এর শুটিংয়ে। সেখানেই গানের দৃশ্যে শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন অভিনেতা। মনে করা হচ্ছে পায়ের আঘাত ঠিক হয়ে গেলেই ‘ওয়ার টু’র কাজ শেষ করেই ‘কৃষ ৪’-এর কাজ শুরু করবেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।