ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

বিনোদন

দীর্ঘ ক্যারিয়ারে নতুন প্রাপ্তি জয়ার

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
দীর্ঘ ক্যারিয়ারে নতুন প্রাপ্তি জয়ার জয়া আহসান।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। সোমবার (১৭ মার্চ) কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ফ্যাশনের ঝলক দেখিয়েছেন তারকারা।

প্রথমবারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এদিন ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন তিনি।

পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জয়া। পুরস্কার হাতে অনেকগুলো ছবি পোস্ট করে এই অভিনেত্রী লেখেন, এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি দারুণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এদিন কলকাতায় রেড কার্পেটে বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউনে নজর কাড়েন জয়া।

বলে রাখা যায়, ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা সাতবার মনোনয়নের সঙ্গে জয়া পেয়েছেন চারটি ফিল্মফেয়ার পুরস্কার।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।