অভিনয় আর রূপ দিয়ে প্রায় দেড় দশক ধরে ভারতের টলিউড কাঁপিয়েছেন নুসরাত জাহান। এবার শুরু নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
অভিনেত্রীর সঙ্গী যশ দাশগুপ্ত ইতোমধ্যেই হিন্দি সিনেমায় নাম লিখিয়েছেন। এবার পালা নুসরাতের। যিশু, শাশ্বত, পরমব্রত, মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যদের মতোই বলিউডের খাতায় নাম লেখালেন নায়িকা।
টিপস মিউজিকের পক্ষে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নুসরাত। ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেঠি কোহলি।
গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানে দেখা যাবে কলকাতার এই নায়িকাকে। হিন্দি গানটির সঙ্গে নারীকণ্ঠে থাকছে ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে।
সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে শেষ হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। দূর্গাপুজোর আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। নুসরাতের সঙ্গে একঝাঁক ছেলে-মেয়েরাও মিউজিক ভিডিওতে অভনিয়ে করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এনএটি