বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (২৬ মার্চ) বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন ‘মুক্তির মহিমা’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন (উপসচিব)। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী, শিক্ষক ও সমাজকর্মী জান্নাতুল মাওয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সমবেত ‘যন্ত্রবাদন’ পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীগণ। যন্ত্রসংগীত পরিবেশনায় ছিলেন দেবাশীষ দাস (তবলা), তুষার কান্তি সরকার (তবলা), কফিল উদ্দিন মাহমুদ (অক্টোপ্যাড), ফাহাল হোসাইন গোলন্দাজ (গীটার), নারায়ন দেব লিটন (কীবোর্ড), জিয়াউল আবেদীন (দোতারা), জিনিয়া জাফরিন (বেহালা), নূরে জান্নাত (মেলোডিকা), মো: জিলানী (পারকেশন), আশিকুল ইসলাম (এস্রাজ)।
এরপর একক যন্ত্রসংগীত (এস্রাজ) পরিবেশন করেন আশিকুল ইসলাম। তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন এনামুল হক জুয়েল। কাজী বুশরা আহমেদ তিথি আবৃত্তি করেন আবুল হাসানের ‘উচ্চারণগুলি শোকের’ ও সুজন হাজারী’র ‘১৯৭১ এক নবজাতকের প্রতিবেদন’ কবিতা দুটি। সবশেষে স্বরচিত কবিতা ‘বাবা ডাকতে চাই’ আবৃত্তি করেন এ বি এম সোহেল রশিদ।
এর পূর্বে সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে একাডেমির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এনএটি