ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

বিনোদন

চাঁদ রাতের নাটক ‘গহীনে বিজয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
চাঁদ রাতের নাটক ‘গহীনে বিজয়’

আকবর, লায়লা আর ছোট্ট আলিফকে নিয়ে সুখের সংসার। কর্তা আকবর একটি ফ্যাক্টরীতে কাজ করেন আর তার স্ত্রী কাজ করে গার্মেন্টসে।

মা-বাবার ব্যস্ততা অনেক। খুব ভোরে বাবা আকবর অফিসে চলে যান আসেন অনেক রাতে, তাই ছোট্ট ছেলেটার সঙ্গে তার দেখা হয় না বলেই চলে।

মা গার্মেন্টসে যাওয়ার পথে ছেলেকে স্কুলে নামিয়ে দেয়। কিন্তু বাবার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল থাকে ছেলেটি। একদিন এক প্ল্যান করে। গভীর রাত পর্যন্ত বাবার জন্য অপেক্ষা করে। এত রাত ছেলে জেগে আছে দেখে বাবা অনেক রাগ করে। যখন ছেলেটি তার পরিকল্পনার কথা বাবাকে বলে, বাবা তখন কান্নায় ভেঙ্গে পড়ে। এমন হৃদয়স্পর্শী কাহিনী নিয়েই নির্মিত হয়েছে চাঁদ রাতের নাটক ‘গহীনে বিজয়’।

নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটকটি নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, অর্নিল বিরল, তমাল মাহবুব প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির পর্দায় চাঁদ রাতে (রাত ১০টায়) প্রচার হবে ‘গহীনে বিজয়’ নাটকটি।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।