সন্তানরা বড় হচ্ছে, এই কারণে সিনেমা ছাড়তে চান বলে জানান চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। হাতে থাকা তিনটি সিনেমার পর আর নতুন কোনো কাজ করবেন না।
বর্ষার এমন মন্তব্যে চটেছেন চিত্রনায়িকা পরীমণি, অভিনেত্রী দীপা খন্দকার থেকে শুরু করে আরও অনেকেই। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে অনেকেই এই নায়িকার সমালোচনা করেছেন।
বর্ষার এমন মন্তব্য যখন সমালোচনা বয়ে বেড়াচ্ছে তখন অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্ষা বলেন, সোশ্যাল মিডিয়ায় আসলে সব কিছু বলতে নেই। আমি যেটা বলেছিলাম, সেটা একেবারে আমার ব্যক্তিগত চিন্তা এবং আমার মনের কথা। এটা আমার সিদ্ধান্ত। অথচ এ নিয়ে মানুষজন আলোচনা-সমালোচনা শুরু করেছে!
নিজের সন্তানদের কথা চিন্তা করেই অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই উল্লেখ করেন এই অভিনেত্রী। বর্ষা বলেন, আমি কি কাউকে অসম্মান করেছি এখানে? আমাদের মিডিয়াতে অনেক দম্পতি আছেন, যারা একটা সময় অভিনয় ছেড়ে দিয়েছেন। মৌসুমী-ওমর সানি কিংবা নাঈম-শাবনাজের মতো জুটির কথাই ধরুন। আমরা তাদের ভালোবাসি, তাদের চমৎকার সম্পর্কের প্রশংসা করি।
তিনি আরও বলেন, আমার এই সিদ্ধান্ত নিয়ে এত সমালোচনা করার কিছু নেই। অভিনয় ছেড়ে দেওয়া একান্তই ব্যক্তিগত ব্যাপার। এটা অন্য কারও বিরক্তির কারণ হওয়ার মতো কিছু নয়।
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।
বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত ও বর্ষা জুটির নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। এতে আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে এই সিনেমায়।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এনএটি