ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন অভিনেতা শামীম 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, এপ্রিল ৫, ২০২৫
বিয়ে করলেন অভিনেতা শামীম  ছবি: শামীমের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে মিরপুর ডিওএইচএসে শামীমের বাসায় পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

শামীনের নববধূর নাম আফসানা আক্তার প্রীতি। ফরিদপুরের মেয়ে প্রীতি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন তিনি।  

জানা গেছে, গত আট মাস ধরে পরিচয় হয় শামীম ও প্রীতির, পরে যার যার পরিবারকে জানান তারা। অবশেষে বন্ধনে আবদ্ধ হলেন এ যুগল।  

ভক্ত-অনুরাগীদের উদ্দেশে বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শামীম। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ’

পোস্টের তলায় অনেকে অভিনন্দন ও নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন।  

অভিনয়ের পাশাপাশি শামীমের কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি রয়েছে ।

এর আগে শামীমের বিয়ে নিয়ে কম গুঞ্জন ওড়েনি। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। তবে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।