বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে দেশের সিনেমা ‘আলী’।
কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে ‘আলী’ লড়বে পাম দি’অর বা স্বর্ণপামের জন্য।
গেল ২৫ এপ্রিল স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করেছে উৎসব কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আলী’ সিনেমার কানে মনোনয়ন পাওয়ার কথা জানান নির্মাতা নিজেও।
এবার জানা গেল, কান উৎসবে ‘আলী’ টিমের সদস্যদের আসা-যাওয়ার খরচ বহনের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে ‘আলী’ সিনেমার টিমকে শুভকামনাও জানানো হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
কান উৎসবে জায়গা পাওয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয়ের ডাক পায় টিম আলী। গতকাল সচিবালয়ে উপস্থিত হয়েছিলেন আলী সিনেমার নির্মাতা ও সংশ্লিষ্ট কলাকুশলীরা। তাদের সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমাদের তরুণরা অলমোস্ট নিজেদের উদ্যোগে অ্যামাজিং জিনিস অর্জন করছে। সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ দেওয়ার জন্যই ডাকা হয়েছে। পাশাপাশি তাদের জন্য কিছু কাজ আমরা করতে চাই। কান উৎসবে আলীর যে টিম যাবে, সংস্কৃতি মন্ত্রণালয় তাদের আসা-যাওয়ার খরচ বহন করবে। সামনের দিকে বাংলাদেশের হয়ে যারা সম্মান বয়ে আনবে, তাদের সবার পাশে থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়।
সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত ‘আলী’ সিনেমার পরিচালক আদনান আল রাজীব। তিনি বলেন, আমাদের উৎসাহ দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ। ভবিষ্যতে যারা সিনেমা বানাবে, তাদের জন্য অনুপ্রেরণার হবে। ভালো কাজের সঙ্গে সরকারের সম্পৃক্ততা ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে।
২০২৪ সালের নভেম্বরে সিলেটে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণ করা হয়। গল্পের ধারণা দিতে গিয়ে আদনান আল রাজীব বলেন, ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।
আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির প্রযোজনা নির্বাহী ‘রানআউট ফিল্মস’।
প্রসঙ্গত, এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ১৩ মে। উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফ্রান্সের এমেলি বোনাঁ পরিচালিত ‘বাই বাই’। ২৪ মে পর্দা নামবে এই উৎসবের। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ফ্রান্স টেলিভিশন এবং আন্তর্জাতিকভাবে ব্রুট সরাসরি সম্প্রচার করবে।
এনএটি