ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

বিনোদন

তুরস্কে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘ইনভেস্টমেন্ট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, মে ২৮, ২০২৫
তুরস্কে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘ইনভেস্টমেন্ট’

ঢাকা: তুরস্কের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শর্টফিল্ম ফেস্টিভ্যাল (আইএসএসএফএফ২০২৫)-এ বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নির্মাতা শারীফ অনির্বাণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভেস্টমেন্ট’।  

বিশ্বের ৪৫০টি চলচ্চিত্রের মধ্যে চূড়ান্তভাবে মনোনীত ২৯টি ছবির মধ্যে এটি প্রদর্শিত হবে।

আগামী ৩০ ও ৩১ মে ইস্তানবুলে দুই দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের পক্ষে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেবে ‘ইনভেস্টমেন্ট’।

নির্মাতা শারীফ অনির্বাণ জানান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানের সুন্দর ভবিষ্যৎ তৈরির লক্ষে দিনমজুর বাবার আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ইনভেস্টমেন্ট’। তুরস্কে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট শর্টফিল্ম ফেস্টিভ্যালে (আইএসএসএফএফ ২০২৫) বাংলাদেশ থেকে একমাত্র এ চলচ্চিত্রটি জায়গা করে নিয়েছে। উৎসবের এ আসরে ইউরোপের নর্থ মেসিডোনিয়া, স্পেন, জার্মানি, মিশর, সিরিয়া, কিরগিজস্তান, কাজাকিস্তান, ইরান, তুর্কির শিক্ষার্থীদের নির্মাণে বিভিন্ন ক্যাটাগরির ১৩টি চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট’ প্রদর্শিত হবে।

এর আগে রিকশাচালক বাবার গল্প নিয়ে তৈরি এ চলচ্চিত্রটি ২০১৭ সালে মিশরের ‘এএম ইজিপ্ট ফিল্ম ফেস্টিভ্যালে’ প্রদর্শিত হয়। এছাড়া দেশে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শন হয় ‘সিলেট আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে’। সারাবিশ্বের প্রায় ৫৫ হাজার চলচ্চিত্রের মধ্য থেকে নমিনেশন পায় এটি। তখনই এটি জয় করে নেয় হাজারো দর্শকের হৃদয়।

বাংলাদেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতা শারীফ অনির্বাণ পরিচালিত সত্য ঘটনার অনুপ্রেরণায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সমকালীন সমাজের অর্থনৈতিক বাস্তবতা, পারিবারিক প্রত্যাশা এবং তরুণদের মানসিক সংকটকে কেন্দ্র করে নির্মিত। ‘ইনভেস্টমেন্ট’ একটি সংবেদনশীল ও ভাবনা উদ্রেককারী চলচ্চিত্র, যা বৈশ্বিক দর্শকদের মনোযোগ কাড়বে বলে মনে করেন নির্মাতা।  

এ সম্পর্কে নির্মাতা শারীফ অনির্বাণ বলেন, তুর্কি সরকারের আয়োজনে এ উৎসবের মূল লক্ষ্য হলো—বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিভাবান নির্মাতাদের একই মঞ্চে এনে তাদের সৃষ্টিশীল কাজ উপস্থাপনের সুযোগ করে দেওয়া, পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে সংযোগ স্থাপন।

এ অর্জন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রধারার তরুণ নির্মাতাদেরও সম্মিলিত অগ্রযাত্রার প্রতিফলন। আমি বিশ্বাস করি, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি হতে পারে জ্ঞান, সচেতনতা ও সমাজের ইতিবাচক পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। বাংলাদেশের তরুণ নির্মাতারা পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও চিন্তাশীল চলচ্চিত্র নির্মাণকে আরও একধাপ এগিয়ে নিতে সক্ষম হবে।  

এর আগে শারীফ অনির্বানের প্রযোজনা ও পরিচালনায় ইনভেস্টমেন্ট, কসমোপলিটন, সোনার বাংলা, ড্রিম ড্রাইভার, অল্টারনেটিভ, নীলা উপাখ্যান, সিক্রেট অব হ্যাপিনেস শিরোনামে স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি ফিল্ম এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম কুড়িয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী ও প্রাইম ইউনিভার্সিটির শিক্ষক শারীফ অনির্বাণ বর্তমানে তুরস্ক সরকারের প্রেসিডেনসিয়াল স্কলারশিপের আওতায় ইজমির-এর দোকুজ এয়লুল ইউনিভার্সিটির শিক্ষা প্রযুক্তি ‘শিক্ষায় চলচ্চিত্রের প্রভাব: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।

একজন শিক্ষাবিদ ও গবেষক হিসেবে তিনি চলচ্চিত্রকে সামাজিক শিক্ষা ও পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে চিহ্নিত করতে কাজ করে যাচ্ছেন।  

আরও পড়ুন: রিকশাচালক বাবার গল্প এবার মিশরে

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।