ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে যা বললেন ভিকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, জুলাই ১৬, ২০২৫
স্ত্রী ক্যাটরিনার জন্মদিনে যা বললেন ভিকি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বুধবার (১৬ জুলাই) জীবনের ৪২ বসন্তে পা রাখলেন এই অভিনেত্রী।

চল্লিশোর্ধ্ব ক্যাটরিনা বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে কিছুটা দূরেই! বরং সংসারেই অনেক বেশিই মন তার।

এদিকে ক্যাটরিনার জন্মদিনে ভিকি কৌশল শুভেচ্ছা বার্তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে বুধবার দুপুরে অবশেষে স্ত্রী নিয়ে সামাজিকমাধ্যমে বার্তা দিলেন অভিনেতা ভিকি কৌশল।  

একগুচ্ছ অদেখা ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেন এই অভিনেতা। প্রথমটিতে বার্থডে গার্লের দুষ্টু-মিষ্টি মুহূর্ত। দ্বিতীয়টিতে ক্যাটরিনাকে আলিঙ্গন করে গালে আদুরে চুমু দিতে দেখা যায় ভিকিকে। আর বাকি দুটো তাদের ভ্রমণ সফরের রোমান্টিক মুহূর্ত।

ছবিগুলোর ক্যাপশনে ভিকি লেখেন, ‘হ্যালো আমার বার্থডে গার্ল। ভালোবাসা নিও। ’ আর সেই ছবিতেই অনুরাগীদের রসকতার মন্তব্য, ‘আপনার মতো ভাগ্যবান কেউ নেই। ’ আবার কারও প্রশ্ন, ‘ক্রাশকে বিয়ে করে কেমন লাগছে?’ ভিকির পাশাপাশি ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুরসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

এদিকে ক্যাটরিনার সিনেমার ক্যারিয়ারও ভিকির থেকে বেশি সময়ের। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। অন্যদিকে ভিকির ২০১২ সালে বলিউডে অভিষেক হয়। তার সিনেমার সংখ্যাও হাতে গোনা।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।