অভিনেত্রী জয়া আহসান টালিউড থেকে বলিউড- প্রায় সবখানেই কমবেশি বিচরণ তার। এবার মুম্বাইয়ের মঞ্চে একপাশে মন্দিরা বেদী, আরেকপাশে জয়া আহসান- কে বলবে একসময়ের ‘ডিডিএলজে’ তারকা আর ‘দেবী’খ্যাত অভিনেত্রী দুই ভুবনের বাসিন্দা!
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে দুজনেই যেন এক সুরে বললেন ‘মা’ শব্দটার গভীরতা নিয়ে।
জয়ার হাতে তখন তার নতুন সিনেমা ‘ডিয়ার মা’র গল্প। পাশে বসে থাকা মন্দিরা শুনলেন মনোযোগ দিয়ে। এই ইভেন্টেই জয়াকে বলতে শোনা যায়, ‘মাতৃত্ব কেবল রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগের যাত্রা। ’
অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠীর মতো স্বনামধন্য অভিনেতার সঙ্গে অভিনয় করা জয়া এখন আর বলিউডের অতিথি নন, বলছেন অনেকে। বরং বলিউড তাকে নিয়ে এখন ভাবছে, লিখছে চিত্রনাট্য, খুঁজছে নতুন গল্প।
মুম্বাইয়ের ইভেন্টে জয়া আহসানের নীল শাড়ি, সাবলীল উচ্চারণ আর সংবেদনশীল বক্তব্য শুনে অনেকেই বলছেন, এটাই নাকি ছিল ‘ডিয়ার মা’র নীরব প্রোমোশন। এক ঢিলে দুই পাখি!
এদিকে সেই অনুষ্ঠান প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দেন জয়া। সেখানে উল্লেখ করেন, ‘সময়ের সঙ্গে আমি বিশ্বাস করতে শিখেছি- মাতৃত্ব শুধুমাত্র রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগগত পথচলা, যা সময়ের সঙ্গে মা ও সন্তানের মধ্যে গড়ে ওঠে। দত্তক সন্তান গ্রহণ সেই ভালোবাসারই এক অনন্য প্রকাশ হতে পারে। ’
নিজের সিনেমা ‘ডিয়ার মা’র গল্প টেনে জয়া আরও লেখেন, ‘আমাদের নতুন সিনেমা ‘ডিয়ার মা’-ও এমন এক বন্ধনের গল্প বলে। শুধু প্রচারের জন্য নয়, এই রকম একটি আলোচনায় অংশ নিতে পারা আমার জন্য সম্মানের। ’
বলে রাখা যায়, আজ ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার চন্দন রায় স্যানাল, শাশ্বত চ্যাটার্জি। ছবির মূল বিষয় একজন মা ও তার দত্তক নেওয়া সন্তানের গভীর সম্পর্ক নিয়ে।
এনএটি