ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ঘরে বসেই দেখা যাবে ‘তাণ্ডব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জুলাই ২৭, ২০২৫
ঘরে বসেই দেখা যাবে ‘তাণ্ডব’

গেল ঈদুল আজহায় মুক্তি প্রাপ্ত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। পরিচালক রায়হান রাফীর এই বহুল আলোচিত সিনেমাটি আগস্ট মাসে চরকি এবং হইচই- এই দুই প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুক্তির মাত্র ৭ দিনের মাথায় পাইরেসির শিকার হয়েছিল শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। সেই অপ্রীতিকর ঘটনার পর এবার সিনেমাটি বৈধভাবে ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা।

রায়হান রাফী বলেন, প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি কিংবা আবার দেখতে চান, তাদের জন্যই ‘তাণ্ডব’-এর ওটিটি রিলিজ। বাংলা ভাষাভাষী যে কেউ, যেখানেই থাকুন, এবার সিনেমাটি দেখতে পারবেন অনলাইনে।

এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। দীর্ঘদিন পর একই সিনেমায় দেখা গেছে শাকিব খান ও জয়া আহসানকে।

এছাড়া আরও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম ও শিবা শানু।

চলমান সমাজব্যবস্থা, ক্ষমতার দৌরাত্ম্য আর প্রতিশোধের আবেগকে ঘিরে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রায়হান রাফী ও আদনান আদিব খান। ‘তান্ডব’র গানগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। বিশেষ করে ‘লিচুর বাগানে’ গানটিকে শ্রোতা নিয়ে গেছে এক অন্য মাত্রায়।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।