ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

সিজেএফবি’র ১৫ বছর

নাচে-গানে জমজমাট আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
নাচে-গানে জমজমাট আয়োজন সিজেএফবি অনুষ্ঠানে গান পরিবেশন করছেন বেবী নাজনীন

দেশের দৈনিক ও টেলিভিশন মাধ্যমের বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)পার করেছে ১৫ বছর। ১৯৯৯ সাল থেকে দেশীয় বিনোদন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সংগঠনটি।

বর্ষপূর্তিতে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছিলো সিজেএফবি।

১৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে হয় এ জমকালো অনুষ্ঠানটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শুভেচ্ছা জানাতে এসেছিলেন দেশের চলচ্চিত্র, টিভি নাটক, সংগীত অঙ্গনের অনেকেই।

বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট্ ড্রিংঙ্কস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ হারুনুর রশীদ, অনুষ্ঠানের অফিসিয়াল ব্রডকাস্টার একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন, বাংলা ক্রিয়েশনের উপদেষ্টা বেবী নাজনীন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন সিজেএফবির প্রেসিডেন্ট এনাম সরকার ও উপদেষ্টা তামিম হাসান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম এস রানা ।

সঙ্গীত পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী, বেবী নাজনীন, কানিজ সূবর্ণা, শহিদ, দিঠি আনোয়ার, মিনার মাহমুদসহ অনেকে। শখ, মেহজাবিন, নুসরাত ফারিয়া, আমব্রিন,কবির তিথি, মাশিয়াত, মিম চৌধুরী প্রত্যেকেই তাদের নাচ দিয়ে মুগ্ধ করেন দর্শকদের। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নওশীন নাহরিন মৌ।

বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।