ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

শাইখ সিরাজের ফেসবুক পেজ ভেরিফাইড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
শাইখ সিরাজের ফেসবুক পেজ ভেরিফাইড

ভেরিফাইড হলো কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ফেসবুক পেজ। সাংবাদিক ক্যাটাগরিতে ১৮ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেসবুক সদর দপ্তর থেকে কর্তৃপক্ষ তাঁর পেজ ভেরিফাইড করে।

শাইখ সিরাজের ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে এই তথ্য জানানো হয়।

পেজ ভেরিফাইড হওয়ার পর শাইখ সিরাজ এক স্ট্যাটাসে লিখেছেন, ‘ফেসবুক আমার পেজ ভেরিফাইড করেছে। আমি উচ্ছ্বসিত ও সম্মানিত। এর পেছনে বড় অবদান আমার বন্ধুদের যারা সবসময় ফেসবুকে আমার সঙ্গী। ’

এ প্রসঙ্গে চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমার ফেসবুক পেজ ভেরিফাইড হওয়াতে আমি সত্যিই খুব খুশি। এই মূল্যায়ন  কোনো সেলেব্রিটিকে করা হয়নি, মূলত বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী ও কৃষকদের করা হয়েছে। ’

জানা যায়, শাইখ সিরাজের ব্যক্তিগত পেজে এই রিপোর্ট লেখা পর্যন্ত লাইকের সংখ্যা ৪ লক্ষ ৮০ হাজার ৫’শ ১৭। এই পেজটিতে কখনও কোন পোস্ট প্রমোট করা হয়নি। সারা পৃথিবীতে অসংখ্য সাংবাদিকের ফেসবুক পেজ ভেরিফাইড হলেও এটাই প্রথম কোন উন্নয়ন সাংবাদিকের ফেসবুক পেজ ভেরিফাইড হলো।

শাইখ সিরাজ তাঁর কাজের স্বীকৃতি হিসেবে দেশি-বিদেশি অর্ধশতাধিক সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে একুশে পদক (১৯৯৫), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এএইচ বুর্মা অ্যাওয়ার্ড (২০০৯), ব্রিটেনের বিসিএ গোল্ডেন জুবিলি অনার অ্যাওয়ার্ড, এবং ২০১১ সালে যুক্তরাজ্যের হাউস অব কমন্স তাঁকে প্রদান করেছে বিশেষ সম্মাননা।

সাংবাদিক ছাড়াও তারকা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, জাতীয় খেলার দল, গণমাধ্যম ও বিনোদন প্রতিষ্ঠান, সুপরিচিত ব্র্যান্ড ক্যাটেগরির পেজ ভেরিফাইড করে থাকে ফেসবুক।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।