ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

গোবিন্দ হালদারের চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
গোবিন্দ হালদারের চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার ও সুরকার গোবিন্দ হালদারের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে কলকাতায় টেলিফোন করে শেখ হাসিনা কালজয়ী এই সুর স্রষ্টার চিকিৎসার খোঁজ-খবর নেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি গোবিন্দ হালদারের চিকিৎসার সকল ব্যয় ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন গোবিন্দ হালদার। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা রয়েছে তাকে।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাহসী মুক্তিযোদ্ধা গোবিন্দ হালদারের লেখা ও সুর করা ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গান শুনে অনুপ্রাণিত হয়েছিলেন মুক্তিযোদ্ধারা।

এছাড়া ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগ‌ন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’র মতো অনেক সাড়াজাগানো দেশাত্ববোধক গানের রচিয়তা ও সুর করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

** ষাটোর্ধ দুস্থ, এতিম শিশু ও প্রতিবন্ধীদের কম্বল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।