ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

শানের সঙ্গে পড়শীর গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
শানের সঙ্গে পড়শীর গান শান ও পড়শী

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শানের সঙ্গে প্রথমবার দ্বৈত গানে কন্ঠ দিলেন পড়শী। এর প্রথম দুই লাইন হচ্ছে ‘তোর ছায়াতে থাকতে চাই, অল্প আদর মাখতে চাই…।

’ শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে থাকবে এটি।

প্রসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ডাব্বু ঘোষাল।   ১৭ ডিসেম্বর মুম্বাইয়ের এসবি স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে।

পড়শী বাংলানিউজকে বলেন, ‘এ গানটির জন্য ১৬ ডিসেম্বর ভারতে গিয়েছিলাম। গানটি গেয়ে বেশ ভালো লেগেছে। আশা করছি, এটি শ্রোতাদের পছন্দ হবে। আমি ঢাকায় ফিরেছি ১৮ ডিসেম্বর। ’

‘মেন্টাল’ ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। এ ছবিতে অভিনয় করছেন শাকিব খান, তিশা, আঁচল ও পড়শী।

জানা যায়, ভারতের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগামের সঙ্গেও পড়শীর একটি ছবিতে গান গাওয়ার কথা চলছে।

* (পাশের ছবিতে) রেকর্ডিংয়ের পর পড়শী ও ডাব্বু ঘোষাল

বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।