ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

শাহী আমেজে মাহি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
শাহী আমেজে মাহি রাজস্থানে মাহি

রাজস্থান আর আগ্রার তাজমহলসহ কয়েকদিন ধরেই ভারতের কয়েকটি দর্শনীয় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী মাহি। তাকে রাজস্থানের ফয়েজ মঞ্জিলের দরবারে ও কেল্লায় শাহী আমেজে ঘুরে বেড়াতে দেখা গেছে।

বিভিন্ন সময় বিভিন্ন বেশে এবং নানা ধরনের ছবিও তুলেছেন এই তারকা।


রাজস্থানে উঠের পিঠে উঠে বহর করে দেখছেন বিভিন্ন জায়গা। ছবিগুলো তার ফেসুবক পেজে পোস্ট করেছেন তিনি। মাথায় হলুদ পাগড়ী ও রাজকীয় চেয়ারে বসে ছবি ওঠানোর পর তাকে রাজকুমারীর মতো লাগছে বলেও অনেকে মন্তব্য করেছেন!


মাহি বলেছেন, ‘দারুণ লাগছে এখানে ঘুরে বেড়াতে। সব মিলিয়ে শাহী ব্যাপার-স্যাপার! আজমির শরীফেও গিয়েছিলাম। ’


এদিকে বছরের শুরুর মতো শেষটাও হচ্ছে মাহির ছবির মাধ্যমে। গত জানুয়ারিতে মুক্তি পায় মাহি অভিনীত ‘কি দারুণ দেখতে’। আর আগামী ২৬ ডিসেম্বর আসছে তার নতুন ছবি ‘দেশা : দ্য লিডার’।

বাংলাদেশ সময় : ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।