ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

লাবনীকে স্বাগতম জানালেন শিল্পীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
লাবনীকে স্বাগতম জানালেন শিল্পীরা অ্যালবামের প্রকাশনা উৎসবে শিল্পীদের সাথে অ্যালবাম হাতে লাবনী

লাবনী অনেকদিন ধরেই গান করছেন। এ বছর শেষে ২০ ডিসেম্বর বাজারে আসলো তার প্রথম একক অ্যালবাম ‘লাবনি ভলিউম-১’।

রাজধানীর বেইলি রোডের এক রেস্তোরাঁয় তার প্রথম একক অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

জিসিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জানে আলম, আসিফ আকবর, এসডি রুবেল, সংগীত পরিচালক ইমন সাহা, শফিক তুহিন, আরেফিন রুমি, শহীদুল্লাহ ফরায়জী, শহীদ, আইয়ুব শাহরিয়ার,  রাশেদ উদ্দিন তপু, প্রীতম, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ ও মিডিয়া ম্যানেজার সুমন মোস্তফা। অনুষ্ঠানে শিল্পীরা উপস্থিত হয়ে লাবনীকে শুভেচ্ছা জানান।

অ্যালবামটিতে মোট দশটি গান রয়েছে। এ গানগুলোতে লাবনীর সাথে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, বেলাল খান, এস আই টুটুল ও মাসুম। অ্যালবামের সঙ্গীত আয়োজন করেছেন রবিন ইসলাম ও সুজন।

অ্যালবাম প্রসঙ্গে লাবণী বলেন,‘ দীর্ঘদিন সংগীতের সঙ্গে আছি। আমি একটু ভিন্ন ভাবে অ্যালবামটি সাজানো চেষ্টা করেছি। আমার দীর্ঘ পথ চলার অনুপ্রেরণা ছিলেন আমার মা ও বড় আপু। আশা করছি শ্রোতাদের গানগুলো ভালো লাগবে। ’
 
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।