ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যেমন কর্ম তেমন ফল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
যেমন কর্ম তেমন ফল দৃশ্য: ‘যেমন কর্ম তেমন ফল’

এটি একটি মূকাভিনয় প্রযোজনা। মঞ্চে এনেছে মাইম আর্ট।

রচনা ও নির্দেশনায় নিথর মাহবুব। ইতোমধ্যে বিভিন্ন স্থানে এর প্রদর্শনী হয়েছে। এবার হবে শিল্পকলা একাডেমিতে। ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে এটি।

প্রতিদিনকার জীবনের ত্রুটি-বিচ্যুতি, অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে ‘যেমন কর্ম তেমন ফল’-এ। উঠে এসেছে ধর্ম, রাজনীতি, নারী নির্যাতন, ইভটিজিং, ভেজাল খাদ্য ইত্যাদি বিষয়। ১৪ পর্বে সাজানো এক ঘণ্টারও বেশি সময়ের এই প্রযোজনায় অভিনয় করেছেন ফয়সাল, টুটুল, শুভ, অমরেশ, সুধাংশু, অপূর্ব, সবুজ ও মুনিয়া।

বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।