ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিলন-মমর মুখে ‘তুই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
মিলন-মমর মুখে ‘তুই’ ‘তুই’ নাটকে আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম / ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কনকনে শীতের রাত। বাড়ির ছাদে রুপা ও রাজন আড্ডা দিচ্ছে।

কখনও ছাদের কোণে গিয়ে একে অপরকে চাঁদ দেখাচ্ছে। হঠাৎ পেছন থেকে শব্দ- ‘কাট!’ দৃশ্যটা ধারণ হয়ে গেছে বলে জানালেন পরিচালক চয়নিকা চৌধুরী।

এখানে ‘তুই’ নাটকের কাজ হচ্ছিলো। এতে রাজন চরিত্রে আনিসুর রহমান মিলন আর রুপার ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ৮ জানুয়ারি উত্তরার একটি বাড়িতে এর চিত্রায়ণ হয়। এটি লিখেছেন শামসুক হক স্বপন। ‘তুই’ নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

নাটকটি নিয়ে মম বাংলানিউজকে বলেন, ‘বন্ধুত্ব ও প্রেমের নাটক এটি। এর বেশি কিছু বলতে চাই না। ’

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।