ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাফটা মনোনয়নে এগিয়ে গেলেন যারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বাফটা মনোনয়নে এগিয়ে গেলেন যারা

ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ বাফটায় সর্বাধিক ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ১০টি করে মনোনয়ন পেয়েছে আলেহান্ড্রো গঞ্জালেস ইনারিতুর ‘বার্ডম্যান’ এবং বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনী নিয়ে নির্মিত ‘দ্য থিওরি অব রিএভথিং’।

৯টি বিভাগে মনোনীত হয়েছে ‘দ্য ইমিটেশন গেম’। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডস তথা বাফটার মনোনয়ন ঘোষণা করা হয়েছে ৭ জানুয়ারি।

বাফটায় মনোনয়নের দিক দিয়ে এগিয়ে থাকা এসব ছবিকে অস্কার পুরস্কারের দৌড়েও এগিয়ে রাখতে পারে। কারণ বাফটা পুরস্কারকে অস্কারের পূর্বাভাস হিসেবে ধরে নেওয়া যায়। বাফটা পুরস্কারের দৌড়ে সবই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে সেরা ছবির বিভাগে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’-এর সঙ্গে লড়ছে ‘বার্ডম্যান’, ‘বয়হুড’, ‘দ্য ইমিটেশন গেম’ এবং ‘দ্য থিওরি অব এভরিথিং’।

‘দ্য থিওরি অব এভরিথিং’ বাফটায় সেরা ছবি-সহ সামনের সারির চারটি বিভাগে মনোনীত হয়েছে। এতে স্টিফেন হকিং চরিত্রে অভিনয় করা এডি রেডমেইন সেরা অভিনেতার বিভাগে লড়ছেন মাইকেল কিটন (বার্ডম্যান), বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য ইমিটেশন গেম), জ্যাক গিলেনহাল (নাইটক্রলার) এবং রালফ ফাইনেসের (দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল) সঙ্গে।

হকিংয়ের প্রথম স্ত্রী জেন ওয়াইল্ডের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত ফেলিসিটি জোন্স লড়ছেন অ্যামি অ্যাডামস (বিগ আইস), জুলিয়ান মুর (স্টিল অ্যালাইস), রোসামুন্ড পাইক (গন গার্ল) এবং রিস উইদারস্পুনের (ওয়াইল্ড) সঙ্গে।

সেরা পার্শ্বঅভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন স্টিভ ক্যারেল (ফক্সক্যাচার), ইথান হাউকি (বয়হুড), এডওয়ার্ড নর্টন (বার্ডম্যান), মার্ক রাফালো (ফক্সক্যাচার) এবং জেকে সিমন্স (হুইপ্ল্যাশ)।


সেরা পার্শ্বঅভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন কিরা নাইটলি (দ্য থিওরি অব এভরিথিং), এমা স্টোন (বার্ডম্যান), রেনে রুশো (নাইটক্রলার), প্যাট্রিসিয়া আর্কেট (বয়হুড) এবং ইমেল্ডা স্টাউনটন (প্রাইড)।

সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন আলেহান্ড্রো গঞ্জালেস ইনারিতু (বার্ডম্যান), ওয়েস অ্যান্ডারসন (দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল), রিচার্ড লিঙ্কলেটার (বয়হুড), ডেমিয়েন শাজেল (হুইপ্ল্যাশ) এবং জেমস মার্শ (দ্য থিওরি অব এভরিথিং)।

বছরের উদীয়মান তারকা বিভাগে মনোনীতরা হলেন জ্যাক ও’কনেল (আনব্রোকেন), গুগু এমবাথা-র (বেল্লে), মাইলস টেলার (হুইপ্ল্যাশ), শেইলিন উডলি (দ্য ফল্ট ইন আওয়ার স্টারস) এবং মার্গট রবি (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট)। চলচ্চিত্রে নতুন প্রতিভাকে স্বীকৃতি দিতে বাফটার পক্ষ থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।  

সেরা ব্রিটিশ ছবির বিভাগে লড়ছে ‘দ্য থিওরি অব এভরিথিং’, ‘দ্য ইমিটেশন গেম’, ‘আন্ডার দ্য স্কিন’, ‘সেভেন্টি ওয়ান’, ‘প্যাডিংটন’ এবং ‘প্রাইড’।

বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছে বলিউডের ছবি ‘দ্য লাঞ্চবক্স’। এটি লড়ছে ‘আইডা’, ‘লেভিয়াথান’,  ‘ট্র্যাশ’ এবং ‘টু ডেজ, ওয়ান নাইট’ ছবির সঙ্গে। অ্যানিমেটেড ছবি হিসেবে মনোনয়ন পেয়েছে ‘বিগ হিরো সিক্স’, ‘দ্য বক্সট্রলস’ এবং ‘দ্য লেগো মুভি’।

আগামী ৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল অপেরা হাউসে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মাইক লেই পরিচালিত ‘মিস্টার টার্নার’ সমালোচকদের মন কাড়লেও বাফটার মূল বিভাগগুলোতে মনোনয়ন পায়নি। এটি মনোনীত হয়েছে শুধু পোশাক পরিকল্পনা ও চিত্রগ্রহণের জন্য। ছবিটির জন্য টিমোথি স্পাল গত বছর কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেও বাফটায় শুন্য হাতে ফিরেছেন। অ্যাঞ্জেলিনা জোলির ‘আনব্রোকেন’ এবং মার্টিন লুথার কিংয়ের জীবনী নিয়ে নির্মিত ‘সেলমা’র জন্যও এবারের বাফটা হতাশার।

বাংলাদেশ সময় : ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।